তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার পথে কক্সবাজারের ২০ হাজার নেতাকর্মী
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ পিএম

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানকে স্বাগত জানাতে  কক্সবাজার জেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন। নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থা।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, দেশের আপামর জনতার প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। 

আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন। জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। সংখ্যায় এটি ২০ হাজার ছাড়িয়ে যাবে। এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।

কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, পুরো দেশের তৃণমূল আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায়। কক্সবাজারও তার ব্যতিক্রম নয়। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে এই ঐতিহাসিক আয়োজনের অংশ হবেন।

জেলা বিএনপি জানিয়েছে, মঙ্গলবার রাতেও বাসে-ট্রেনে অসংখ্য নেতাকর্মী গেছেন। বুধবার রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বরাদ্দকৃত বিশেষ ট্রেন। সব মিলিয়ে ২৫ ডিসেম্বর সকালে পূর্বাচলের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন কক্সবাজারের ২০ হাজারের অধিক নেতাকর্মী।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft