অস্ত্রের মুখে অপহরণের শিকার সেই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:০৭ এএম আপডেট: ২৩.১২.২০২৫ ২:৩৭ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ‘লটো’ শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পাশের আদমদীঘি উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।

পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টু আকন্দকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : আশুলিয়ায় তিন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

এর আগে সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাস দুপচাঁচিয়া উপজেলার লটো শোরুমের সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে পিন্টু আকন্দকে শোরুম থেকে টেনে বাইরে বের করেন।

পরে বাইরে থাকা সহযোগীদের সহায়তায় তাকে সাদা মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft