দুর্ঘটনার শিকার নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম

গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। শনিবার (২০ ডিসেম্বর) এক কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে বড় কোনো আঘাত পেয়ছেন কিনা  তা সিটিস্ক্যানের পর জানা যাবে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, এটি আমার জীবনের সবচেয়ে ট্রমাটিক দুর্ঘটনা।

নিজের শারীরিক অবস্থার বর্ণনা জানিয়ে তিনি বলেন, গতকাল শনিবার এই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হই আমি।  এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আমার গাড়িতে তিনি সজোরে ধাক্কা দেন। এতে গাড়ির ভেতরে ছিটকে আমার মাথা কাঁচের সঙ্গে লাগে। এখন আমি ঠিক আছি। তেমন বড় কোনো চোট নেই।

আরও পড়ুন : বেগুনি আভায় নজর কাড়লেন বুবলী

তিনি বলেন, বেঁচে আছি এটাই বড় বিষয়। আমি সবাইকে বলবো, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। আঘাত পাওয়ার পরও কনসার্টে গিয়ে পারফর্ম করেন নোরা। বলিউড বিশ্লেষকরা অবশ্য নোরার এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলছেন, এই অবস্থান নোরার কাজের ও ভক্তদের  প্রতি দায়বদ্ধতাকেই প্রমাণ করে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft