প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যে যেসব নির্বাচন পরযবেক্ষণ সংস্থা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তাদের ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। তবে পর্যবেক্ষক সংস্থা সমূহের আবেদনের প্রেক্ষিতে পর্যবেক্ষক মোতায়েন আবেদনের সময়-সীমা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেছে ইসি।
ইসি আরও জানায়, নির্বাচন কমিশন থেকে অনুমতি পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় হতে সরবরাহ করা হবে।
জ/উ