গোবিন্দগঞ্জে (আইপিসিপি) প্রকল্প বন্ধের দাবি
তপসিয়া খাল উন্নয়নের নামে হরিলুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম

সারাদেশে পুকুর খাল উন্নয়ন শীর্ষ প্রকল্প দ্বিতীয় সংশোধিত (আইপিসিপি) কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের তপসিয়া খাল উন্নয়ন প্রকল্পের নামে চলছে অর্থ হরিলুট। 

অভিযোগ উঠেছে, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হকের যোগসাজশে চলছে অনিয়ম-দুর্নীতি। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

জানা গেছে, তপসিয়া খাল উন্নয়ন প্রকল্প ২০২৩-,২০২৪ অর্থবছরে ২৪ লাখ টাকা ব্যয়ে ১.৩ কিলোমিটার মাটির কাজ উন্নয়ন করা হয়েছে। কিন্তু একই প্রকল্পের জন্য চার কিলোমিটার দৈর্ঘ্য দেখিয়ে তিন কোটি টাকা প্রকল্প প্রস্তাব গ্রহণ ও কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন করা হয়েছে বলে জানান (আইপিসিপি) প্রকল্প উপ-সহকারী প্রকৌশলী  মোঃ ফয়সাল হোসেন চৌধুরী। উল্লেখ্য যে, LGED এর ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্প এর আওতায় “দেওয়ানতলা সুইচগেট  হইতে সাবপ্রজেক্ট পুনতাইড় খাল  শিংজানী ফকিরপাড়া ব্রীজ পর্যন্ত খাল খনন প্রকল্প।”  

এ প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন করার জন্য প্রস্তাব গ্রহণ ও অনুমোদনের পর প্রকল্প পরিচালক, (DRSSWRMP) মোঃ এনামুল কবীর স্বাক্ষরিত পত্রের স্মারক নং ৪৬. ০২.০০০০.৬৯০.১৪.০১৬.২৫-৫৬০৮ তারিখঃ ১২-১১-২০২৫ ইং নির্বাহী প্রকৌশলী এলজিইডি গাইবান্ধা কে ঝচঝ কৃষক শ্রমিক গ্রুপ দ্বারা কাজ করার জন্য  কমিটির মাধ্যমে দেওয়ানতলা খাল পানি ব্যবস্থাপনা সমিতি লিঃ কে চিঠি দেয়। যার ঝচওউ-৪৬২৫৫  যৌথভাবে খঈঝ ব্যাংক একাউন্ট খুলে পুনতাইড় খাল খননের জন্য কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দেন। পুনতাইড় খাল উন্নয়ন প্রকল্পের দৈর্ঘ্য ৪ কিলোমিটার এবং প্রকল্প ব্যয় ৪৫ লাখ ৯০ হাজার ৭০৭ টাকা। নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা এর কার্যালয় থেকে দেওয়ানতলা খাল পানি ব্যবস্থাপনা সমিতি লিমিটেড রেজি নং ১২১৫/১৫ এর সভাপতি আব্দুর রহিম বাদশা এবং সাধারণ সম্পাদিকা মোঃ আনজুয়ারা খাতুনকে চিঠি দিয়ে বলেন, উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হক এর সঙ্গে দেখা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে। কিন্তু উপজেলা প্রকৌশলী  এলজিইডি মোঃ মাহবুবুল হক কার্যক্রম গ্রহণ না করে বিভিন্ন তালবাহানা করছেন। পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদিকা ও কমিটির নেতৃবৃন্দের অভিযোগ, রহস্যজনক কারণে কাজ হওয়া রাখাল বুরুজ ইউনিয়নের কাজ ২০১৩ --২০২৪ অর্থ বছরে (আইপিসিপি) প্রকল্পের মাধ্যমে ১.৩ কিলোমিটার খনন কাজ ২৪ লাখ টাকা ব্যয়ে খনন করা হয়েছে এই অংশের গভীরতা ও পানি রয়েছে। রাখালবুরুজ অংশের খালের নাম তপসিয়া এবং মহিমাগঞ্জ ইউনিয়ন অংশের খালের নাম পুনতাইড় খাল। তারা বলেন  পুনতাইড় খাল খননে প্রকল্প গ্রহণে সরকারের অর্থ ব্যয় কম হবে এবং কাজও শতভাগ বাস্তবায়িত হবে। অপরদিকে রাখালবুরুজ ইউনিয়নের তপসিয়া খাল উন্নয়নে (আইপিসিপি) প্রকল্পের আওতায় যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তাতে অর্থ লুটপাটের জন্য ৪ কিলোমিটার এর ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। যা সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছুই হবে না। 

স্থানীয় বাসিন্দারা বলেন, কার স্বার্থে তপসিয়া খাল উন্নয়নের নামে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা আমরা বুঝতে পারছি না। 

এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আমি কোনো মন্তব্য করবো না। তবে একটি প্রকল্প স্থগিত করতে হবে। এ বিষয়ে তিনি প্রকল্প পরিচালক এর দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন : প্রতিবাদ সংবাদ সম্মেলন : অগ্নিকাণ্ডের ঘটনা সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা

ক্ষুদ্র আকার পানি সম্পদ প্রকল্প পরিচালক মোঃ এনামুল কবির কে বিষয়টি অবগত করা হলে তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। 

এদিকে এলাকা বাসি মনে করেন, (আইপিসিপি) কর্মসূচির আওতায় তপসিয়া খাল  উন্নয়ন প্রকল্পের নামে ৩ কোটি টাকার কাজ স্থগিত করলে সরকারের অর্থ লুটপাট ঠেকানো সম্ভব। অপরদিকে দেওয়ানতলা খাল পানি ব্যবস্থাপনা সমিতি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা কর্তৃক দেওয়ানতলা হতে ফকিরপাড়া ব্রীজ পর্যন্ত পুনতাইড় খালটি খননের কার্যক্রম গ্রহণ করে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সর্বস্তরের জনগণ। 

এ বিষয়ে প্রকল্প পরিচালক ফজলে হাবিব এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, উপরের নির্দেশ পেলে কাজ শুরু করা হবে এবং প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাইবান্ধা   খাল উন্নয়ন   আইপিসিপি   এলজিইডি     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft