রাজধানীতে হোস্টেলে মিলল তরুণীর মরদেহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে একটি  ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. কামরুজ্জামান। তিনি বলেন, যতোটুকু শুনেছি মৃত জান্নাত আরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : কুয়াকাটার আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এসআই মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলার ওই নারী হোস্টেল ভবনের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আইনি প্রকৃয়া শেষে  আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft