রাজধানীর তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম

রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। সম্ভাব্য বিক্ষোভকে কেন্দ্র করে ফার্মগেট এলাকায় যান চলাচলে বিঘ্নের আশঙ্কায় কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও কলেজের প্রধান ফটক, আশপাশের সড়ক ও ফার্মগেটমুখী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতি দেখা যায়। তবে সংবাদ সংগ্রহকাল পর্যন্ত শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি শুরু হয়নি।

আরও পড়ুন : বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পরপরই চিহ্নিত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চায়। পরে আরও ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের কাউকে আটক করা হয়নি। 

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হলে চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft