প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম

রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। সম্ভাব্য বিক্ষোভকে কেন্দ্র করে ফার্মগেট এলাকায় যান চলাচলে বিঘ্নের আশঙ্কায় কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও কলেজের প্রধান ফটক, আশপাশের সড়ক ও ফার্মগেটমুখী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতি দেখা যায়। তবে সংবাদ সংগ্রহকাল পর্যন্ত শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি শুরু হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পরপরই চিহ্নিত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চায়। পরে আরও ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হলে চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান।
জ/দি