
বলিউডের রঙিন দুনিয়া যেমন সিনেমার গল্পে সমৃদ্ধ, তেমনি বাস্তব জীবনেও নায়ক-নায়িকার প্রেম, বিচ্ছেদ, বিয়ে এবং গুঞ্জন নিয়ে দর্শকদের আগ্রহ কখনও কমেনি। নব্বইয়ের দশক থেকে ২০২৫-এই দীর্ঘ সময়ে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গণমাধ্যমে আলোচনার অন্ত ছিল না।
কেউ বিয়ে করে গড়েছেন স্থায়ী সংসার, কেউ বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতায় হয়েছেন আলোচনার বিষয়। আর কারও সম্পর্ক থেকে গেছে শুধুই গুঞ্জন-অধ্যায় হিসেবে। তিন দশকের সেই প্রেমকাহিনির খতিয়ানই এখানে তুলে ধরা হলো।
“কিং খান ও গৌরী খান”-এর রূপকথা : বলিউডের প্রেমকাহিনি বললেই সবার আগে উঠে আসে শাহরুখ খান এবং গৌরী খানের নাম। ১৯৮৪ সালে দিল্লির এক পার্টিতে শাহরুখের দেখা হয় গৌরীর সঙ্গে। সেই পরিচয় খুব দ্রুতই গভীর প্রেমে পরিণত হয়। কিন্তু গৌরীর পরিবারের আপত্তি, ধর্মীয় ভিন্নতা এবং পেশাগত অনিশ্চয়তার কারণে সম্পর্কটি সহজ ছিল না। সাত বছরের সংগ্রামের পর ১৯৯১ সালে তাদের বিয়ে হয়। তাদের এই সম্পর্ক বলিউডে প্রেমের সর্বকালের ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে বিবেচিত।
অক্ষয় ও রাভিনা সম্পর্ক উত্থান-পতনের পর টুইঙ্কেলকে বিয়ে : ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার ৯০–এর দশকে ছিলেন বলিউডের সবচেয়ে আলোচিত নায়ক। রাভিনা ট্যান্ডনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর টুইঙ্কল খান্নার সঙ্গে তার প্রেম শুরু হয় ১৯৯৯ সালে। মাঝে কিছু টালমাটাল সময় গেলেও ২০০১ সালে তারা বিয়ে করেন। আজও তারা বলিউডের অন্যতম আকর্ষণীয় দম্পতি হিসেবে পরিচিত।
“সালমান ও ঐশ্বরিয়া” প্রেম, তিক্ততা ও বলিউডের সবচেয়ে আলোচিত বিচ্ছেদ : ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’-এর সময় ঐশ্বরিয়া রাই ও সালমান খানের সম্পর্ক শুরু। বলিউডের দুই সেরা তারকার প্রেম দ্রুতই শিরোনাম দখল করে নেয়। কিন্তু সম্পর্ক ক্রমেই হয়ে ওঠে অস্থির ও টানাপোড়েনে ভরা। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত ব্রেকআপগুলোর একটি। ঐশ্বরিয়া পরবর্তীতে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তবে এখনও ব্যাচেলর তকমা ধরে রেখেছেন বলিউডের 'ভাইজান'।
“ঐশ্বরিয়া ও অভিষেক” প্রেম থেকে গড়ায় বিয়েতে : ২০০৬ সালে ‘উমরাও জান’ ও ‘ধূম ২’ ছবির সময় ঐশ্বরিয়া ও অভিষেকের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরিবারগুলোর সম্মতিতে ২০০৭ সালে তাদের বিয়ে হয়। মাঝে অবশ্য একবার তাদের বিচ্ছেদের গুঞ্জনও বেশ জোরেসোরেই শোনা গিয়েছিল। বলা হচ্ছিল, ঐশ্বরিয়া নাকি মায়ের বাড়িতে থাকছেন। তবে, শেষ পর্যন্ত সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত হয়নি।
“দীপিকা ও রণবীর সিং” সেটে প্রেম অতঃপর বিয়ে : ২০১৩ সালে ‘রাম লীলা’ ছবির সময় দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের মধ্যে প্রেমের সূচনা। দুটি সুপারস্টারডমের ক্যারিয়ার সামলিয়ে তারা গড়েছেন স্থায়ী সম্পর্ক। ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে হয়ে যায় তাদের বহু প্রতীক্ষিত বিয়ে। ২০২৪ সালে জন্ম নেয় তাদের কন্যাসন্তান।
“দীপিকা ও রণবীর কাপুর” বলিউডের আলোচিত ব্রেকআপ : রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের সম্পর্ক একসময় ছিল তরুণ দর্শকদের ‘আদর্শ জুটি’ হিসেবে বিবেচিত। কিন্তু ২০০৯ সালে হঠাৎ বিচ্ছেদ ঘটে তাদের।
রণবীর কাপুরের অধ্যায় ক্যাটরিনা থেকে আলিয়া ভাট : দীপিকার পর রণবীরের জীবনে আসে ক্যাটরিনা কাইফ। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত তারা লিভ-ইন সম্পর্কেও ছিলেন। বিচ্ছেদের পর ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে রণবীরের সঙ্গে প্রেম শুরু হয় আলিয়া ভাটের। ২০১৮-২০২২ সময়টা ছিল তাদের সম্পর্কের সবচেয়ে আলোচিত সময়। ২০২২ সালের এপ্রিলে তারা বিয়ে করেন। নভেম্বর মাসে জন্ম নেয় তাদের কন্যাসন্তান রাহা।
কারিনা কাপুরের প্রেমগাথা শহিদ থেকে সাইফ : কারিনা কাপুর ও শহিদ কাপুর ছিলেন ২০০৩–২০০৬ সময়ের ‘ইয়ুথ আইকন’ জুটি। বিজ্ঞাপন ক্যাম্পেইন থেকে সিনেমা--সব জায়গায় তাদের রসায়ন ছিল স্পষ্ট। বিচ্ছেদের পর ২০০৭ সালে ‘টাশান’ শুটে সাইফ আলি খানের সঙ্গে কারিনার প্রেম শুরু। পরে ২০১২ সালে বিয়ে করেন তারা। এই দম্পতিকে ফ্যানরা ভালোবেসে ডাকেন ‘সাইফিনা’।
“হৃতিক ও সুজা” শৈশবের প্রেম থেকে বিচ্ছেদ : হৃতিক রোশন ও সুজান খান শৈশব থেকেই দু'জন দু'জনার পরিচিত। যাদের প্রেম ২০০০ সালে বিয়েতে রূপ নেয়। ২০০০–২০১৪ পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা। বিচ্ছেদের পরও তারা সন্তানদের কারণে বন্ধুত্ব বজায় রেখেছেন।
“জন আব্রাহাম ও বিপাশা” ভেঙে যায় ৯ বছরের প্রেম : বিপাশা বসু ও জন আব্রাহাম ২০০২ থেকে ২০১১ পর্যন্ত বলিউডের অন্যতম আলোচিত জুটিগুলোর একটি ছিলেন। দীর্ঘ সম্পর্ক শেষে হঠাৎ বিচ্ছেদ ঘটে তাদের। পরে বিপাশা বিয়ে করেন করণ সিং গ্রোভারকে।
“ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ” গোপন প্রেম, রাজকীয় বিয়ে : ২০১৯-এর দিকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। মিডিয়াকে পুরোপুরি এড়িয়ে ২০২১ সালে তারা গোপনে বিয়ে করেন। আজও বলিউড দুনিয়ায় তারা অন্যতম শক্তিশালী দম্পতি।
“সিদ্ধার্থ ও কিয়ারা” পর্দার প্রেম থেকে বাস্তব জীবনের কাপল : ‘শেরশাহ’ ছবির সময় প্রেমের জন্ম। এরপর ২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। যা তখন বলিউডের সবচেয়ে বেশি আলোচিত বিয়েগুলোর একটি ছিল।
“অর্জুন ও মালাইকা” বয়স ব্যবধান ভেঙে আলোচিত প্রেম : ২০১৭ সালে দু'জনের প্রেমের গুঞ্জন শুরু। ২০১৯-এ তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। বয়স ব্যবধান নিয়ে বহু বিতর্ক হলেও সম্পর্ক স্থায়ী হয় কয়েক বছর। ২০২৪ সালে বিচ্ছেদ সংবাদ আলোচনায় আসে।
জদি/ই