মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম

পানিবণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।  

চুক্তি অনুযায়ী, মেক্সিকো প্রতি পাঁচ বছরে রিও গ্র্যান্ডে নদী থেকে যুক্তরাষ্ট্রকে ১ দশমিক ৭ মিলিয়ন একর-ফুট পানি সরবরাহ করবে। সোমবার (৮ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চায় ৩১ ডিসেম্বরের আগেই ২ লাখ একর ফুট পানি ছেড়ে দিক মেক্সিকো। পাশাপাশি চুক্তি অনুযায়ী বাকি পানিও পর পরই ছাড়তে হবে। 

তবে, এ বিষয়ে এখনো সাড়া দেয়নি মেক্সিকো। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মার্কিন কৃষকদের প্রতি অন্যায্যতার কথাও তুলে ধরেন তিনি। এর আগে, এই সপ্তাহেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এর সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন : থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

টেক্সাসে ফসল ও পশুপালনের জন্য পানির অভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 'বর্তমানে মেক্সিকো কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, যা আমাদের কৃষকদের জন্য খুবই অন্যায়,' তিনি বলেন।

মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমির মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করেননি। গত এপ্রিলে, যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ব্রুক রোলিনস জানান, মেক্সিকো টেক্সাসে পানি সরবরাহ বৃদ্ধি করতে সম্মত হয়েছে। মেক্সিকো দাবি করেছে, দেশটি দুর্যোগকালীন খরার মুখোমুখি, যার ফলে পানির সরবরাহ সীমিত হয়েছে।

জদি/জ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft