নাটোরে পৌঁছেছে ঢাকায় হত্যার শিকার মা-মেয়ের মরদেহ, দুপুরে দাফন
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯ পিএম

ঢাকার মোহাম্মদপুরে হত্যার শিকার মা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ নাটোরের গ্রামের বাড়িতে পৌঁছেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে শহরের বড়গাছা এলাকার মরদেহ এসে পৌঁছায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতেরা একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী এবং মেয়ে। গতকাল ৮ নভেম্বর সোমবার  সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বাসার গৃহকর্মী আয়েশা তাদের হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গৃহকর্মী আয়েশা নামে পরিচয় দিয়েছিলেন এবং হত্যার পর নাফিসার স্কুলের পোশাক পরে বাসা থেকে পালিয়ে যান। 

আরও পড়ুন : মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। নাফিসার বাবা আজিজুল ইসলাম, উত্তরার সানবিমস স্কুলে শিক্ষকতা করেন।

মা মেয়ের মরদেহ নাটোরের বাড়ি বড়গাছায় এসে পৌঁছালে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জোহরের নামাজের পরে তাদের জানাজা শেষে দাফন করা হবে।

জদি/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft