জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামির শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম

স্থানীয় সময় সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, জাপানে আনুমানিক ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাতের আশঙ্কা করা হচ্ছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে উপকূলে আনুমানিক ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি

ভূমিকম্পটি জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বড় অংশকে কাঁপিয়ে দেয়। এরপর হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রশাসনিক অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল আওমোরি প্রশাসনিক অঞ্চল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে উপকূলে, যা মাটির ৫০ কিলোমিটার (৩০ মাইল) গভীরে অবস্থিত।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   জাপান   ভূমিকম্প   সুনামি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft