শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি : শ্রম উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ০৮.১২.২০২৫ ৭:৪৭ পিএম

যদি বিনিয়োগ ও কর্মসংস্থান না হয় এবং বাইরে থেকে প্রযুক্তি না আসে, তাহলে দেশের সার্বিক চিত্র বদলাবেনা। সবার আগে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগ প্রয়োজন এমনটাই মনে করেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। বলেন, শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বার্ষিক কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শ্রমিক অসন্তোষ দূর করতে গত এক বছর তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কাজ করেছে মন্ত্রণালয়। বড় কনস্ট্রাকশন ফার্মগুলো শ্রম আইন লংঘন করলে সরকারি কোন কাজ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন আনুমানিক আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয়। অতীতে যারা চট্টগ্রামের মেয়র হয়েছেন, তারা সিটি করপোরেশনের না হয়ে, বন্দরের দিকেই বেশি নজর দিয়েছেন। এই বন্দর অনেকের কাছে সোনার ডিম পাড়া মুরগির মতো, তাড়াতাড়ি কেটে সব খেয়ে খেলতে চেয়েছে।

আরও পড়ুন : সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

দেশের রাজনৈতিক আবহ ও নির্বাচন ইস্যু নিয়ে উপদেষ্টা বলেন, দেশের মানুষ ওয়ান ইলেভেনও দেখেছে। এখনতো রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা হচ্ছে না। সরকার ও রাজনৈতিক দল প্রতিপক্ষ নয়। দলগুলো মধ্যে কথার বিরোধ থাকবেই।

জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থার সংকট আছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, অনেক বছর দেশে নির্বাচন হয়নি। তাই হয়তো এমনটা মনে হতে পারে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছেএবং নির্ধারিত সময়েই ভোট হবে। এ নিয়ে কোন সংশয় নেই।

জদি/জ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft