১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬ পিএম

১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বন্ধ করা হয়েছে গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়াকরণের আবেদনও। বুধবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

দেশটির জাতীয় ও জননিরাপত্তার উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক স্মারকে বিষয়টি জানানো হয়। 

যেসব দেশ আগে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল, তাদের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালিকায় রয়েছে আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, সুদান, ইরান, লিবিয়া, হাইতি, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া-সহ মোট ১৯টি দেশ।

আরও পড়ুন : ভয়াবহ বন্যা-ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে ১৩শ'

অন্যদিকে, আংশিক নিষেধাজ্ঞায় থাকা আরও কিছু দেশ-যেমন কিউবা, লাওস, সিয়েরা লিওন, তোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাকেও এই নতুন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এক সপ্তাহ আগে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেফতার করার পর দেশটিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়। হামলায় একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।

এরইমধ্যে সোমালিদের বিরুদ্ধে ট্রাম্পের ভাষ্যও বিতর্ক তৈরি করেছে। তিনি সাম্প্রতিক এক বক্তব্যে সোমালিদের 'গারবেজ' আখ্যা দিয়ে বলেন, 'আমরা তাদের আমাদের দেশে চাই না'। 

আরও পড়ুন : যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা সুবিধা করতে পারবে না— হুঁশিয়ারি পুতিনের

মিনেসোটার মিনিয়াপলিসে প্রায় ৮০ হাজার সোমালি বসবাস করেন। শহরের মেয়র জেকব ফ্রে জানিয়েছেন, সোমালিরা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং তাদের অধিকাংশই মার্কিন নাগরিক।

এদিকে, আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন নীতির কারণে ওথ সেরিমনি, সিটিজেনশিপ সাক্ষাৎকার ও স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউ-সব বাতিল হওয়ার রিপোর্ট পেয়েছে তারা।

ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে আশ্রয়প্রার্থী ঠেকানো থেকে শুরু করে অভ্যন্তরীণ অভিযান-সব জায়গায় কঠোরতা বাড়ানো হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft