রেকর্ড দামে বিক্রি রুবেন্সের হারানো চিত্রকর্ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম

ফ্লেমিশ বারোক শিল্পী পিটার পল রুবেন্স-এর একটি চিত্রকর্ম সম্প্রতি প্যারিসে নিলামে ২.৩ মিলিয়ন ইউরো দামে বিক্রি হয়েছে। ছবিটি শতাব্দী ধরে সাধারণ মানুষের চোখে ধরা পড়েনি।

নিলাম সংস্থা ওসেনাত জানায়, রুবেন্স প্রায় ১৬২০–১৬২৫ সালের মধ্যে “ক্রাইস্ট অন দ্য ক্রস” নামের এই ছবিটি এঁকেছিলেন। সম্প্রতি এটি প্যারিসের এক প্রাসাদে পুনরায় আবিষ্কার করা হয় এবং নিলামে ওঠে।

চিত্রকর্মটির মাপ ১০৫.৫ × ৭৩.৫ সেন্টিমিটার (৪১.৫ × ২৮.৯ ইঞ্চি) এবং সাধারণভাবে ভালো অবস্থায় সংরক্ষিত রয়েছে।

এর আগে এটি ফরাসি চিত্রশিল্পী উইলিয়াম-অ্যাডলফ বুগেরো (১৮২৫–১৯০৫)-র সংগ্রহে ছিল এবং দীর্ঘদিন তার পরিবারের প্যারিসের বাড়িতে রাখা হয়েছিল। সম্প্রতি উত্তরসূরিরা এটি বিক্রি করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন : শীতের আমেজ শুরু হলেও আসছে না শৈত্যপ্রবাহ

যদিও বুগেরো হয়তো ছবির গুরুত্ব বুঝতেন। তবে তার উত্তরসূরিরা বিশ্বাস করতেন এটি রুবেন্সের কোনো সহকারী তৈরি করেছেন, মাস্টার নিজে নয়। আর তা যদি সঠিক হতো তবে চিত্রকর্মের মূল্য অনেক কমে যেত।

তবে জার্মান শিল্প ঐতিহাস্যবিদ নিলস বুটনার (যিনি রুবেন্স গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাম রুবেনিয়ানাম-এর সভাপতি) পরিচালিত একাধিক ধাপের প্রমাণীকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছেন যে এটি মূল রুবেন্সেরই সৃষ্টি। নিলাম সংস্থার তথ্যমতে, এটি সত্যিই আসল চিত্রকর্ম।

নিলাম ঘরের চেয়ারম্যান জিন-পিয়ের ওসেনাত বিবৃতিতে বলেছেন, ‘এই কাজটি আমাদের সামনে পুনর্জন্ম লাভ করেছে এবং এত শক্তি এবং সৌন্দর্যের সামনে আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে।’

আরও পড়ুন : কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ডাকপিয়নের ডাক

তিনি আরও বলেন, ‘চিত্রটি জাদুকরী। এতে রুবেনসের সমস্ত শক্তি, প্রতিভা এবং বিশ্বাস রয়েছে।’

এরআগেও ইতিহাসে হারিয়ে যাওয়া এবং প্রায় ৩০০ বছর ধরে ভুলভাবে শনাক্ত করা রুবেনসের অন্য একটি চিত্রকর্ম এক্স-রে বিশ্লেষণের সাহায্যে প্রকাশ পায়। যা নিলামে ওঠে এবং প্রায় ৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বিক্রির প্রস্তাব আসে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft