বিপিএলের ১২তম আসরের নিলাম শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই নিলাম অনুষ্ঠান।

ক্রিকেটপ্রেমীদের উত্তাপ এবার আরও বেড়ে গেছে নিলাম পদ্ধতি ফিরে আসায়। দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও নিলামের মাধ্যমে দলগুলো খেলোয়াড় দলে ভেড়াচ্ছে।

আরও পড়ুন: অঘোষিত ফাইনালে চীনকে হারালেই এশিয়া কাপে বাংলাদেশ

প্রথম দুই আসরে নিলাম থাকলেও এরপর বহু বছর ধরে ড্রাফট পদ্ধতিতে দল গঠনের প্রক্রিয়া চলেছিল। এবার সেই পুরোনো উত্তেজনাকর পদ্ধতি ফিরিয়ে আনায় সমর্থকদের আগ্রহ ও উচ্ছ্বাস নতুন করে বাড়িয়েছে।

রোববার বিকেল ৪টায় শুরু হয়েছে বিপিএলের ১২তম আসরের নিলাম। আগে বিকেল ৩টায় শুরুর সময় নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে তা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। বিকেলে রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই নিলাম অনুষ্ঠান।

এবারের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। ম্যাচের একাদশে ন্যূনতম দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে হবে বাধ্যতামূলকভাবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ রাখতে পারবে।

আরও পড়ুন: কনফারেন্স ট্রফি জিতে প্রথমবার কাপ ফাইনালে মেসির মায়ামি

স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নির্দেশনা। নিলাম থেকে কমপক্ষে ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় কিনতে হবে প্রতিটি দলকে। নির্ধারিত ক্যাটাগরি থেকে কিনতে হবে খেলোয়াড়-‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুজন, ‘সি’ ও ‘ডি’ থেকে কমপক্ষে ছয়জন এবং ‘ই’ ও ‘এফ’ থেকে কমপক্ষে চারজন। এছাড়া বিদেশি তালিকা থেকেও কমপক্ষে দুইজন খেলোয়াড় নিতে হবে নিলাম থেকে।

নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। যারা টেলিভিশনে দেখতে পারবেন না, তারা মোবাইল ফোনেও দেখতে পারবেন নিলাম। বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখানো হচ্ছে। ফলে ঘরে অফিসে বা বাইরে যে কোনো জায়গা থেকেই সহজেই উপভোগ করা যাচ্ছে নিলামের উত্তেজনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   বিপিএল   নিলাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft