প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৭ এএম আপডেট: ২৫.১১.২০২৫ ১২:০৬ পিএম

আফগানিস্তানের খোসতসহ কয়েকটি প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে নয়জন শিশু ও একজন নারী নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সোমবার দিবাগত মধ্যরাতে খোসত প্রদেশের গরবুজ জেলায় হামলার এই ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যম এক্স'এ দেয়া এক পোস্টে তিনি জানান, সেখানকার স্থানীয় নাগরিক ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা করা হয়েছে। এতে নয়জন শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং একজন নারী মারা গেছেন। ওই বাড়িটিও ধ্বংস হয়ে গেছে।
তালেবান মুখপাত্র আরও জানান, উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।
জ/দি