ক্যাম্প ন্যুতে মেসির ভাস্কর্য হবে, নিশ্চিত করলো বার্সা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম

আর্জেন্টাইন তারকা লিওনেল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে উৎসর্গ করে ক্যাম্প ন্যুতে ভাস্কর্য নির্মাণ করার পরিকল্পনা করেছে বার্সেলোনা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্সা ইউনিভার্সাল ওয়েবসাইট।

২০ বছরের অধিক সময় ধরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে যুক্ত ছিলেন মেসি। নিজের দুর্দান্ত পারফরমেন্সের জোরে বার্সাকে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস ট্রফিসহ মোট ৩৪টি শিরোপা জেতায় এই আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন : নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

সবশেষ ২০২১ সালের আগস্টে বার্সা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন মেসি। তবে সেই সময় ক্লাব থেকে কাঙ্ক্ষিত ফেয়ারওয়েল পাননি মেসি। যার কারণে বার্সা ভক্তদের মনে এখনও আক্ষেপ রয়ে গেছে। তবে এবার মেসির অবদানকে যথাযথ স্বীকৃতি দেবার জন্য পরিকল্পনা করছে বার্সা কর্তৃপক্ষ।

সম্প্রতি ক্লাবটি হোম গ্রাউন্ড ক্যাম্প ন্যুতে সংস্কার কাজ চলছে। সেখানে মেসির একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি বইয়ের অনুষ্ঠানে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা বলেছিলেন, ক্যাম্প ন্যুতে স্থাপনের জন্য এলএমটেনের ভাস্কর্যের নকশা তৈরির প্রক্রিয়া চলছে। এবার সেটি নিশ্চিত করলেন ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আর্জেন্টিনা   লিওনেল মেসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft