ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৫:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মাছিহাতা ফাউন্ডেশনের উদ্যোগে শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা ফাউন্ডেশনের চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সোপানুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক, সহসভাপতি এ.বি. মমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. জেড. এম. আরিফুর রহমান, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ এস এম শফিকুল্লাহ, পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু, চিনাইর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূঞা, গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল এবং নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ এবং সংবর্ধনা অনুষ্ঠানের সমন্বয়ক শাহাদাত হোসেন।

উখিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

অনুষ্ঠানে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্যে স্নাতকোত্তর ও চেন্নাইয়ের তেইজাস স্কুল অব পারফর্মিং আর্টস থেকে ভারতনাট্যমে বিএ সম্পন্ন করা জুনায়েদ হোসেন বাবুর নেতৃত্বে একটি দল দুটি নৃত্য পরিবেশন করে।

সংবর্ধনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, সম্মাননা ক্রেস্ট ও নাস্তা তুলে দেওয়া হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft