প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:১১ পিএম

ধামরাইয়ের কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত। গতকাল ২৫ অক্টোবর শনিবার উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতিছিল চোখেপড়ার মতো। ১১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের পাশা পাশি প্রার্থীদের কর্মীও সমর্থকেরা দায়িত্বশীল ভূমিকাপালন করেন। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মো. আমির হোসেন ৬১ ভোট, সহ-সভাপতি পদে মো. সাইফুল ইসলাম ৭৭ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. খলিলুর রহমান ৩৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মমিনুর রহমান মুকুল ৬৭ ভোট, কোষাধ্যক্ষ পদে মো.আব্দুল খালেক ৬৫ ভোট এবং ধর্মবিষয়ক সম্পাদ ক পদে মো.তমিজ উদ্দিন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
কার্যকরী সদস্যপদে নির্বাচিত হোন তিন জন। ১। আল আমিন হোসেন (৯১ ভোট), ২। মো. গোলাম হোসেন(৮১ ভোট), ৩। মোহাম্মদ নজরুল ইসলাম (৭৬ ভোট)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় নির্বাচনসুষ্ঠুও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে । সম্পূর্ণ প্রক্রিয়া সুষ্ঠু করতে প্রশাসন তৎপর ছিল।প্রার্থীদের কর্মী ও সমর্থকরাও দায়িত্বশীল ভূমিকা পালন কররছে। দলিল লেখক সমিতি জনগণের গুরুত্বপূর্ণ সেবা প্রদান কারী একটি সংগঠন। নির্বাচিত নেতৃত্ব নিশ্চয়ই সদস্যদের উন্নয়ন, সেবা প্রদান এবং পেশা গত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি।
বিজয়ীরা জানান, সমিতির উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সদস্যদের অধিকার সংরক্ষণে তারা কাজ চালিয়ে যাবেন। তাদের প্রতি আস্থা রাখায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন নবনির্বাচিত নেতারা।
স্থানীয়রা জানিয়েছেন, কালামপুর দলিল লেখক সমিতি দীর্ঘদিন ধরে জনগণের নিকট বিশ্বস্ত সেবা প্রদান করে আসছে। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে তারা আশা করছেন।
জ/দি