ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান-আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:১৮ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৩:৫৩ এএম

দ্বিতীয় দফায় আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান। শনিবার (২৫ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনা করবেন দেশটির কর্মকর্তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এটি প্রথম দফার বৈঠকের ধারাবাহিকতা, যার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি স্থাপিত হয়েছিল। 

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি জানিয়েছেন, বৈঠকে একটি সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে, যাতে আফগান মাটির থেকে পাকিস্তানের দিকে আসা সন্ত্রাসী হুমকি মোকাবেলা করা যায় এবং নাগরিকদের প্রাণহানি কমানো যায়।

টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস

প্রথম দফার বৈঠক ১৮-১৯ অক্টোবর দোহায় কাতার ও তুরস্কের যৌথ মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল। সেই চুক্তির পর থেকে বড় কোনো হামলার খবর পাওয়া যায়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft