২০২৮ সাল পর্যন্ত মিয়ামির সঙ্গে চুক্তি করলেন মেসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম

অবশেষে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন লিওনেল মেসি। দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে আর্জেন্টাইন মহাতারকা ২০২৮ সাল পর্যন্ত মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটির সঙ্গে থাকছেন।

ইন্টার মিয়ামি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির চুক্তি স্বাক্ষরের একটি ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত বার্তায় লিখেছে— 'হি'জ হোম' বা 'সে নিজের ঘরেই আছে।'

দেড় যুগ পর পাকিস্তানে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা

এই নতুন চুক্তির ফলে মেসি আগামী বছর ক্লাবটির নতুন স্টেডিয়ামে অভিষেক মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন।

২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি ক্লাব ও আমেরিকান ফুটবলে নতুন মাত্রা যোগ করেছেন। তার উপস্থিতিতে ইন্টার মিয়ামির জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি এমএলএস-এর দর্শক ও ব্যবসায়িক আগ্রহও রেকর্ড ছুঁয়েছে।

তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নতুন চুক্তির মাধ্যমে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল কিংবদন্তি ইন্টার মিয়ামির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মাঠের ভেতরে ও বাইরে নেতৃত্ব অব্যাহত রাখবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   মেজর লিগ সকার   ইন্টার মিয়ামি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft