দেড় যুগ পর পাকিস্তানে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:২১ পিএম

পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের অপেক্ষা যে ফুরাচ্ছে, তা দিনের শুরুতেই বুঝতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। জয়টাও আসে দাপুটে। ২০০৭ সালে সবশেষ করাচিতে ১৬০ রানে জিতেছিল প্রোটিয়ারা। মাঝে হার এড়াতে পারলেও জেতা হয়নি। সেই আক্ষেপ ১৮ বছর পর রাওয়ালপিন্ডিতে ঘুচেছে।  

পিন্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে ১১৩.৪ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৪০৪ রান। পায় ৭১ রানের লিড। ওই লিড শোধ করে পাকিস্তান বেশি দূর যেতে পারেনি।

তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পরে পাকিস্তান। প্রোটিয়া অফ-স্পিনার সাইমন হার্মার রিতীমতো হাতুড়ি চালান। নেন ৬ উইকেট। শুরুতেই ফেরান ইমাম-উল-হক (৯) ও অধিনায়ক শান মাসুদকে। এরপর রাবাদার বলে আব্দুল্লাহ শফিক (৬) আউট হলে পাকিস্তান পড়ে চাপে।

বাবর আজম ও রিজওয়ান কিছুটা লড়াই করলেও তা অল্পতেই থেমেছে। চতুর্থ দিনের প্রথম ওভারেই ৫০ রান করে ফেরেন বাবর, রিজওয়ান করেন ১৮। আর সালমান আঘা ২৮ রান। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে।

গার্ডনারের দ্রুততম সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

মাত্র ৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মারক্রাম (৪২ রান) ও রায়ান রিকেলটন (২৫*) দ্রুত রান তুলে ১২.৩ ওভারে জয় নিশ্চিত করেন । দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

এশিয়ার দেশটিতে ১১ টেস্ট খেলে এটি প্রোটিয়াদের তৃতীয় জয়। হেরেছে চারটিতে, বাকি চারটি ড্র।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাকিস্তান   দক্ষিণ আফ্রিকা     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft