জাল নোট ছড়িয়ে পড়ার ভ্রান্ত তথ্য সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ এএম আপডেট: ১৬.১০.২০২৫ ১২:২৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে পড়েছে এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরনের ভ্রান্ত তথ্য জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। 

জনসাধারণকে জাল নোট শনাক্ত ও প্রতিরোধে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য চারটি করণীয় নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নোট গ্রহণের সময় জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করা। বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা। নগদ লেনদেনে যতটা সম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা এবং সন্দেহজনক নোট পেলে বা জাল নোট-সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, 'আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন' এই স্লোগানে জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শও দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

জ/দি
আইএমএফের চাপানো শর্তে ঋণ নেবে না বাংলাদেশ

আইএমএফের চাপানো শর্তে ঋণ নেবে না বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপিয়ে দেওয়া শর্তে ঋণ নিতে বাংলাদেশ আর কোনো নতি স্বীকার করবে
চলতি মাসের ১৩ দিনে রেমিট্যান্স এলো ৯ কোটি ৭৭ লাখ ডলার

চলতি মাসের ১৩ দিনে রেমিট্যান্স এলো ৯ কোটি ৭৭ লাখ ডলার

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে
সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একই সঙ্গে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া
বাংলাদেশের মাথাপিছু জলবায়ু ঋণ ৮০ ডলার

বাংলাদেশের মাথাপিছু জলবায়ু ঋণ ৮০ ডলার

বাংলাদেশের মাথাপিছু জলবায়ু ঋণ প্রায় ৮০ ডলার, যা স্বল্পোন্নত দেশগুলোর গড়ের চেয়ে তিন গুণেরও বেশি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সামাজিক যোগাযোগমাধ্যম   জাল নোট   বাংলাদেশ ব্যাংক   কেন্দ্রীয় ব্যাংক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft