বাড়ছে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:২৭ পিএম

সেবা বাড়াতে মেট্রোরেলের দৈনিক চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে এ বাড়তি চলাচল শুরু হতে যাচ্ছে। এ ছাড়া নভেম্বরের মাঝামাঝিতে মেট্রোরেলের ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে। এতে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে বলেও জানানো হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে গত মাসে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলক চলাচল শুরু হয়। এর মধ্যে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে প্রথমে বাড়তি এক ঘণ্টা মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেয় ডিএমটিসিএল।

মেট্রোরেলের ট্রিপ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করার আগে আরও কিছুদিন পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ক্ষেত্রে ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ শুরু হতে পারে।

এ ব্যাপারে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছেন তারা।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায় ছাড়ে। নতুন সূচি অনুযায়ী, প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়।

মতিঝিল থেকে বর্তমানে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। নতুন সূচিতে, প্রথম ট্রেন সকাল ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। এতে মতিঝিল থেকে ছাড়া শেষ ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত পৌনে ১১টার দিকে।

এ ছাড়া শুক্রবার বর্তমানে বেলা ৩টায় চলাচল শুরু হয়, যা নতুন সূচিতে আধঘণ্টা এগিয়ে বেলা আড়াইটায় শুরু হবে এবং রাতের সময়ও আধঘণ্টা বাড়বে।

বর্তমানে মেট্রোরেলে ব্যস্ত সময়ে ট্রেনের বিরতি ৬ মিনিট, কম ব্যস্ত সময়ে ৮ মিনিট এবং একেবারেই কম ব্যস্ত সময়ে ১০ মিনিট। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ সংখ্যা বাড়লে এই বিরতি যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নেমে আসবে। ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে। বর্তমানে দিনে ২৩৮ ট্রিপ হয়। বিরতি কমলে স্বাভাবিকভাবেই ট্রিপের সংখ্যা বাড়বে।

উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য মোট ২৪ সেট ট্রেন রয়েছে। বর্তমানে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করে। সময় ও ট্রিপ বাড়লে ১৯ সেট ট্রেন নিয়মিত চলাচল করবে। দুটি ট্রেন ওয়ার্কশপে রাখা হয় এবং একটি ট্রেন লাইন পরীক্ষার জন্য ব্যবহার করা হয়।

বর্তমানে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। সময় ও ট্রিপ বাড়লে এই সংখ্যা বেড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যাওয়ার আশাডিএমটিসিএলের।

জ/উ
নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য

নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ইতালি থেকে দেশে ফিরেছেন

প্রধান উপদেষ্টা ইতালি থেকে দেশে ফিরেছেন

ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে এফএও'র সহায়তার আশ্বাস

গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে এফএও'র সহায়তার আশ্বাস

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ
রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাভাবিক কার্যক্রম চলমান

রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাভাবিক কার্যক্রম চলমান

গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে বহিরাগতরা স্বেচ্ছাসেবকদের নাম ব্যবহার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেট্রোরেল   ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft