নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে। নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আচার আচরণ ও নিয়মকানুন মেনে প্রচার প্রচারণা চালিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে নয়টায় কেন ভোটগ্রহণ শুরু হয়েছে-এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ভোটগ্রহণের জন্য সকাল নয়টায় সব ধরনের প্রস্তুতি ছিল। আমাদের শিক্ষার্থীরা সকাল আটটা থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছে। ভোটারদের সিরিয়াল নম্বর যাচাই–বাছাই করে একজন ভোটার একাধিক ভোট দিবে। এই জন্য সকাল নয়টায় ভোটাররা উপস্থিত থাকলেও ভোটগ্রহণ শুরু হয় সাড়ে নয়টায়। শিক্ষার্থীদের সুবিধার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। ছবি-সংযুক্ত ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

জ/উ
প্রধান উপদেষ্টা ইতালি থেকে দেশে ফিরেছেন

প্রধান উপদেষ্টা ইতালি থেকে দেশে ফিরেছেন

ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে এফএও'র সহায়তার আশ্বাস

গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে এফএও'র সহায়তার আশ্বাস

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ
রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাভাবিক কার্যক্রম চলমান

রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাভাবিক কার্যক্রম চলমান

গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে বহিরাগতরা স্বেচ্ছাসেবকদের নাম ব্যবহার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft