পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা, যানবাহন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:০৯ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৬:২৭ পিএম

চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে আসার পথে আটকে দেয় পুলিশ। এসময় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে চলে এসে সেখানে অবস্থান নেন। এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগে অবস্থা নেন।

এদিন শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা দুপুর ২টার দিকে শহীদ মিনার থেকে জাতীয় গ্রন্থাগারের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এসময় ব্যারিকেডের সামনেই শিক্ষকরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

এর আগে দুপুর ১টা ৪০মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আগামীকাল বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড পালিত হবে। সারাদেশের শিক্ষক–কর্মচারীরা দলে দলে যোগ দিন। বিজয় আমাদের সুনিশ্চিত।’

এছাড়া সোমবার (১৩ অক্টোবর) আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে জানান, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলনের পরিধি ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে।

এরও আগে গত রোববার ((১২ অক্টোবর) প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ করে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

জ/উ
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃতদেহ শনাক্ত করা গেলে খুব দ্রুত সময়ের মধ্যে
শাহবাগে অবরোধের প্রস্তুতি, শহীদ মিনারে বিপুলসংখ্যক শিক্ষকের অবস্থান

শাহবাগে অবরোধের প্রস্তুতি, শহীদ মিনারে বিপুলসংখ্যক শিক্ষকের অবস্থান

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিন
১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে

১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে সাতজনের
মিরপুর অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন

মিরপুর অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ পোশাক-কর্মী নিহত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শাহবাগ   শহীদ মিনার   এমপিওভুক্ত   আন্দোলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft