৮০০ বছরের ঐতিহ্যের ধারক হবিগঞ্জের শংকরপাশা শাহী জামে মসজিদ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:১৬ পিএম

অপরূপ সৌন্দর্যের পুরাকীর্তি নকশায় সাজানো হবিগঞ্জের শংকরপাশা শাহী জামে মসজিদটি ৮০০ বছর ধরে ঐতিহ্যের ধারক হয়ে আছে। সৃষ্টির পর থেকে এ মসজিদের কোন ধরনের সংস্কার হয়নি। প্রত্মতত্ত্ব বিভাগ এটির নিয়ন্ত্রণ নেয়ায় কোন ধরনের সংস্কার কাজ করতে পারছেন না স্থানীয়রাও। মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ’র শাসনকালে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামে শাহী জামে মসজিদটি নির্মাণ করা হয়। শুরুতে মসজিদের নাম শংকরপাশা শাহী জামে মসজিদ নামকরণ করা হলেও বর্তমানে এর নামকরণ করা হয়েছে উচাইল শাহী জামে মসজিদ। 

দূর থেকে দেখলে যে কারও দৃষ্টি কাড়ে ঐতিহ্যবাহী লাল টকটকে এ মসজিদটি। এর চারপাশ ঘিরে রয়েছে কবরস্থান। মসজিদের দক্ষিণে রয়েছে হজরত শাহ জালাল (রহ.) এর সফরসঙ্গী হজরত শাহ মজলিস আমিন (রহ.) এর মাজার। প্রায় প্রতিদিনই এখানে মাজার জিয়ারত ও মসজিদ দেখতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের লোকজন। 

প্রাচীন আমলের নানান কারুকাজে সাজানো রয়েছে এর ভেতর ও বাইরের অংশ। দেয়ালের বিভিন্ন অংশে আরবি হরফে লেখা রয়েছে যা অস্পষ্ট। আর মসজিদের এসব কারুকাজ দেখে যে কারোরই চোখ জুড়িয়ে যায়। দীর্ঘদিন ধরেই মসজিদের কোন সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। 

প্রকৃতপক্ষে স্থানীয়রা কত বছর পূর্বে এ মসজিদটি প্রতিষ্ঠা হয়েছিল তার সঠিক তথ্য জানেন না। মসজিদটির দেয়াল ৫ ফুট প্রশস্ত, রয়েছে ৪টি গম্বুজ, কিন্তু এর কোন মিম্বর নেই। মসজিদের ভেতরে একসাথে মাত্র ৪০ ও বারান্দায় আরো ১০ জন মুসুল্লি নামাজ পড়তে পারে। 

দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দারা মসজিদটি সংস্কারের দাবি জানান। তারা মনে করেন প্রাচীন ঐতিহ্য এ মসজিদটি সংস্কারের পাশাপাশি যাতায়াতের সুবিধা নিশ্চিত করা হলে প্রাচীন এ মসজিদটি ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিষ্ঠা পাবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের সাথে কথা হলে তিনি জানান, মসজিদটি এখন সংস্কার করা প্রয়োজন। সংস্কার করা হলে দেশের বিভিন্ন স্থান থেকে আরো পর্যটকরা আসবে। হবিগঞ্জ থেকে আসা জসিম উদ্দিন জানান, আমি প্রবাসে থাকি। ইন্টারনেটের মাধ্যমে এ মসজিদের বিষয়ে জানতে পেরেছি, তাই আজ এসে মসজিদটি বাস্তবে দেখলাম। খুবই সুন্দর ও নান্দনিক। 

মসজিদে ৪৫ বছর ধরে ইমামতি করছেন মো. বজলুল হক। তিনি জানান, মসজিদের ইতিহাস কেউই সঠিকভাবে বলতে পারে না। অনেকেই গায়েবি মসজিদ বলে, তবে আমি শুনেছি শাহ আলাউদ্দিন হুসেন শাহর আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। সর্বশেষ এরশাদ সরকারের আমলে মসজিদটি সংস্কার করা হয়। এরপর আর কোন সংস্কার করা হয়নি। এখন সংস্কারের প্রয়োজন। 

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাদল জানান, মসজিদটি সংস্কার করা প্রয়োজন। সংস্কার করা হলে এর সৌন্দর্যের পাশাপাশি পর্যটকের সংখ্যাও বাড়বে। তিনি বলেন, মসজিদের বাউন্ডারির কাজ বাকি, এছাড়া সামনের অংশে কিছু মেরামত করতে পারলে আরো বেশি বেশি করে দর্শনার্থী আসবে।

জ/উ
ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

বাংলাদেশিসহ সব বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়া সরকারের বিশেষ মাল্টিপল-এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে
ছুটির শেষ দিনেও মুখর ছিলো বিভিন্ন পর্যটন কেন্দ্র

ছুটির শেষ দিনেও মুখর ছিলো বিভিন্ন পর্যটন কেন্দ্র

টানা চার দিনের ছুটিতে দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলো মুখর হয়ে উঠেছিলো পর্যটকে। কক্সবাজার, কুয়াকাটা সৈকত, সিলেট
সমুদ্র উত্তাল, তবুও লাখো পর্যটকের ভিড়

সমুদ্র উত্তাল, তবুও লাখো পর্যটকের ভিড়

শারদীয় দুর্গোৎসব ও টানা চারদিনের ছুটিকে ঘিরে পর্যটকদের ঢল নেমেছে দেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্রসৈকত কক্সবাজারে।
পর্যটন মানচিত্রে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ‘রাঙ্গাবালী’

পর্যটন মানচিত্রে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ‘রাঙ্গাবালী’

বাংলাদেশের পর্যটন মানচিত্রে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর দ্বীপ উপজেলা ‘রাঙ্গাবালী’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft