হৃদয়ের লাশ রাতের আঁধারে নদীতে ফেলে দেয় পুলিশ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:২৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গুলিতে নিহত কলেজছাত্র হৃদয় হোসেনের লাশ রাতের আঁধারে নদীতে ফেলে দেয় পুলিশ-এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (১৩ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় আদালতে হৃদয়কে গুলি করার একটি ভিডিও প্রদর্শন করা হয়।

ভিডিওতে দেখা যায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গণঅভ্যুত্থানের অংশ হিসেবে গাজীপুরের কোনাবাড়ীতে ছাত্র–জনতা বিজয় মিছিল বের করে। ওই মিছিলে অংশ নেন হৃদয়ও। কিছুক্ষণের মধ্যেই পুলিশ মিছিলে গুলি চালায়। গুলি ছোড়ার পর সবাই পালিয়ে আশ্রয় নেয় নিরাপদ স্থানে, কিন্তু পুলিশ সদস্যরা হৃদয়কে ধরে আনে। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য তাকে চড় মারছেন, আরেকজন বড় লাঠি হাতে আঘাত করতে এগিয়ে আসছেন। হঠাৎ করেই পেছন থেকে গুলি ছোড়েন কনস্টেবল আকরাম, ঘটনাস্থলেই নিহত হন হৃদয়।

ট্রাইব্যুনালে তাজুল ইসলাম বলেন, ‘কলেজছাত্র হৃদয়ের লাশটি রাতের আঁধারে গাজীপুরের কড্ডা নদীতে ফেলে দেয় পুলিশ। শহীদ হৃদয়কে কাছ থেকে গুলি করেন কোনাবাড়ী থানার কনস্টেবল আকরাম। তিনি এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্ত সংস্থা হৃদয়ের লাশ উদ্ধারের জন্য কড্ডা নদীতে ডুবুরি নামিয়ে অনুসন্ধান চালায়। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবু কনস্টেবল আকরামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

হৃদয় হোসেনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামে। তার বাবা লাল মিয়া। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য কোনাবাড়ীতে অটোরিকশা চালাতেন তিনি।

জ/উ
১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করতে হবে: চিফ প্রসিকিউটর

১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করতে হবে: চিফ প্রসিকিউটর

সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দায় আন্দোলনকারীদের ওপর চাপানো হয় : আসিফ মাহমুদ

গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দায় আন্দোলনকারীদের ওপর চাপানো হয় : আসিফ মাহমুদ

জুলাই আন্দোলনের সময় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দিয়ে তার দায় আন্দোলনকারীদের ওপর
আশিয়ান সিটির সন্ত্রাসী আগ্রাসনের হাত থেকে বাঁচানোর দাবি ভুক্তভোগীদের

আশিয়ান সিটির সন্ত্রাসী আগ্রাসনের হাত থেকে বাঁচানোর দাবি ভুক্তভোগীদের

আশিয়ান সিটির মালিক ভূমিদস্যু নজরুল ইসলাম ভূঁইয়া ও তার সন্ত্রাসী বাহিনীর নির্যাতন, হয়রানিসহ সন্ত্রাসী আগ্রাসনের
ঢাকায় সাবেক এমপি ফারুকসহ গ্রেপ্তার ৫

ঢাকায় সাবেক এমপি ফারুকসহ গ্রেপ্তার ৫

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft