প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় শাহানুর বাবু (২৬) নামে মোটরসাইকেল চালক এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় আরিফ ইসলাম (২৭) নামে মোটরসাইকেল আরোহী আহত হন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহানুর বাবু আলফাডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এবার অনার্স শেষ করে রাজেন্দ্র কলেজে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি উপজেলার পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থেকে তার এক বন্ধুকে নিয়ে ফরিদপুর যাওয়ার পথে কাদিরদি নামক স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী আরিফ ইসলাম আহত হন।
আহত আরিফ বলেন, দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর বাবু মারা যায়। আমি অল্পের জন্য বেঁচে গেছি। সামান্য আহত হয়েছি। তবে স্থানটি ভালো চিনতে না পারলেও মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদির আশপাশে হবে।
নিহত শাহানুর বাবু'র চাচা রিয়াজ মোস্তাফিজ বলেন, গোল্ডেন লাইন পরিবহন বিভিন্ন রুটে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হন। আমার ভাতিজা তার বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাচ্ছিলো। পথিমধ্যে কাদিরদি নামক স্থানে পরিবহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে একজন নিহত ও আরেক জন আহত হয়। এ বিষয়ে বক্তব্য জানতে গোল্ডেন লাইন পরিবহনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলামিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জ/দি