ইসি নিয়ে স্বচ্ছ ধারণা নেই জনগণের, ব্যাপক প্রচারণার উদ্যোগ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:১৭ পিএম

জনসাধারণের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে থাকা অস্বচ্ছ ধারণা দূর করতে এবং কমিশনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে নিয়মিত সংবাদ ও প্রেস রিলিজ প্রকাশের জন্য সংশ্লিষ্ট শাখা/অধিশাখাগুলোকে প্রচারযোগ্য তথ্য জন‌সংযোগ অধিশাখায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, আগামী নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনাসহ জনসাধারণকে সেবা দেওয়ার লক্ষ্যে ইসি সচিবালয়ের প্রতিটি শাখা কঠোর পরিশ্রম করে বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করছে। তবে এসব কার্যক্রমের বিষয়ে জনগণ পর্যাপ্তভাবে অবহিত না থাকায় ইসির কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে না। একইসঙ্গে নির্বাচন কমিশনের বিভিন্ন অংশীজন, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা ও পর্যবেক্ষকরাও নিয়মিত ইসির ওয়েবসাইট পরিদর্শন করে কার্যক্রম এবং অগ্রগতি অনুসরণ করে। তাই ইসির ধারাবাহিক কার্যক্রম সহজভাবে অংশীজন ও জনসাধারণের কাছে উপস্থাপন করা জরুরি বলে মনে করছে কমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম সহজভাবে অংশীজন এবং জনসাধারণের কাছে উপস্থাপন করা প্রয়োজন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত মৌখিক সংবাদ প্রকাশ ও প্রেস রিলিজ প্রকাশের জন্য কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন।

এতে আরও উল্লেখ করা হয়, এ কার্যক্রম প্রচার করা ও নিয়মিত প্রেস ব্রিফিং করার জন্য কমিশনের সব শাখা/অধিশাখাকে প্রতি বুধবার বেলা ১১টার মধ্যে তাদের প্রচারযোগ্য তথ্যাদি (হার্ড ও সফট কপি) জন‌সংযোগ অধিশাখায় দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া সপ্তাহের যেকোনো সময়ে তাৎক্ষণিক প্রচারযোগ্য কোনো কার্যক্রমের তথ্য থাকলে তাও অবিলম্বে জন‌সংযোগ অধিশাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জ/উ
২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

দীর্ঘ বিশ বছর পর বাংলাদেশ ও পাকিস্তান আগামী ২৭ অক্টোবর ঢাকায় যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি)
ডেনিশ রাষ্ট্রদূতের সঙ্গে কী কথা হলো জামায়াত আমিরের

ডেনিশ রাষ্ট্রদূতের সঙ্গে কী কথা হলো জামায়াত আমিরের

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ৬ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ৬ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়ে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা
এক ক্লিকে জামিন আদেশ যাবে কারাগারে : আইন উপদেষ্টা

এক ক্লিকে জামিন আদেশ যাবে কারাগারে : আইন উপদেষ্টা

আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন কমিশন   সচিবালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft