ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:০২ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ৭:৪২ পিএম

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুজন। তারা হলেন-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ। বুধবার (৮ অক্টোবর) নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে তাদের কর্মকর্তাদের নিয়োগের খবর পোস্ট করে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করেছে ফিফা। ওই কমিটির মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত।

তাবিথ আউয়ালের দায়িত্বপ্রাপ্ত কমিটি সাধারণত কাজ করে থাকে বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর নিয়ে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ। কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটিতে কিরণ ছাড়াও ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, ল্যাটভিয়া এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা আছেন।

জ/উ
বিক্রি হবে টটেনহ্যাম ক্লাব!

বিক্রি হবে টটেনহ্যাম ক্লাব!

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পার বিক্রি হবে। ক্লাবটিকে কেনার জন্য বেশ কিছু ক্রেতাও প্রস্তুত।
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিতর্কিত মনোনয়নপ্রাপ্ত ইসফাক
ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (০৭ অক্টোবর) গৌহাটিতে দ্বিতীয়
হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft