যুদ্ধবিমানের ধ্বংসস্তূপেই ‘ভারতকে কবর দেওয়ার’ হুমকি পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ১:২৩ পিএম

ভারতের সেনাপ্রধান কিছুদিন আগে পাকিস্তানের মানচিত্র মুছে ফেলার হুমকি দিয়েছিলেন। এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রোববার ভোরে ভারতের শীর্ষ নিরাপত্তামহলের বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন।

তিনি বলেছেন, ‘যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তাদের যেসব যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে, তার স্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ।’

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আসিফ বলেন, ‘ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য তাদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা।’

তিনি অভিযোগ করেছেন, ভারতের নেতাদের বক্তব্য শীর্ষমহলে চাপের ইঙ্গিত বহন করছে।

আসিফ আরও বলেন, ‘এমন একতরফা ৬-০ হারের পর যদি তারা আবার চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। ভারতের জনমত শাসক দলের বিপরীতে চলে গেছে, সেটিই তাদের কথায় প্রতিফলিত হচ্ছে। পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার ভারত তাদের বিমানগুলোর ধ্বংসস্তূপের নিচেই কবরস্থ হবে।’

এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, উসকানিমূলক ও যুদ্ধোন্মাদ মন্তব্য আগ্রাসনের অজুহাত দিতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।

আইএসপিআর জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের আগ্রাসনকে সীমান্তপারের সন্ত্রাসবাদের উৎস হিসেবে চেনে। ভারতীয় নেতৃত্ব তাদের বিমানবিমানের ধ্বংসস্তূপ ও পাকিস্তানের দূরপাল্লার অস্ত্রের শক্তি ভুলে গেছে। নতুন কোনো সংঘাতের ক্ষেত্রে পাকিস্তান পিছু হটবে না এবং প্রতিক্রিয়া হবে দ্রুত, সুনির্দিষ্ট ও ধ্বংসাত্মক। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করলে ধ্বংস হবে উভয় পক্ষেরই।

গত মে মাসে দুই দেশের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘাতের সূচনা হয় জুম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর, যেখানে ২৬ জন নিহত হন। ভারত পাকিস্তানের সমর্থন থাকার অভিযোগ করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এরপর পাকিস্তান প্রতিরক্ষামূলক ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ চালায়, যেখানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান এবং ডজনের বেশি ড্রোন ধ্বংস করা হয়। অন্তত ৮৭ ঘণ্টার লড়াই শেষে ১০ মে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি স্থাপিত হয়।

জ/দি
গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে সম্মত
যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, যা বলছেন বিশ্ব নেতারা

যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, যা বলছেন বিশ্ব নেতারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে সম্মত
ইসরাইলপন্থী ছয় সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরাইলপন্থী ছয় সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবারসকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি
গাজার উদ্দেশে যাত্রা করা ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলের দখলে

গাজার উদ্দেশে যাত্রা করা ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলের দখলে

দখলদার ইসরায়েলি বাহিনী গাজার অভিমুখে যাত্রা করা বৈশ্বিক মানবিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’র শেষ নৌযানটিও দখলে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft