সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছালেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম

খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া প্রায় দুই হাজার পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার পর খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন। পরে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিপ, পিকআপ ও সিএনজি মিলে দুই শতাধিক গাড়িতে পর্যটকরা সাজেক ভ্যালি ভ্রমণে যান। শনিবার দুপুরের মধ্যে ফেরার কথা থাকলেও আকস্মিক সড়ক অবরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তারা আটকা পড়েন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সকালে সাজেক থেকে পর্যটকদের দীঘিনালায় নামানো হয়। পরে রাতের পরিস্থিতি অনুকূলে এলে রাত ১০টার দিকে তারা খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে পৌঁছান।

ময়মনসিংহ থেকে আসা পর্যটক ছাদেকুল ইসলাম বলেন, খাগড়াছড়ির পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতাম না। সকাল থেকে দীঘিনালায় আটকে ছিলাম। সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আমরা ফিরতে পারতাম না।

কক্সবাজারের পর্যটক মো. শরীফ হোসেন বলেন, শুক্রবার রাতেই অবরোধের খবর পাই। সকাল ১০টায় সাজেক থেকে বের হয়ে দুপুর পর্যন্ত কিছুই খেতে পারিনি।

শান্তি পরিবহনের কাউন্টার কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, পর্যটকদের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সবাই নিরাপদে নিজ গন্তব্যে রওনা হয়েছেন।

স্থানীয় প্রশাসন জানায়, সেনাবাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

জ/উ
বাংলাদেশি পর্বতারোহী তমালের পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয়

বাংলাদেশি পর্বতারোহী তমালের পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয়

পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। বুধবার রাত ৩টায়
ইতালির আন্তর্জাতিক পর্যটন মেলায় নিষিদ্ধ ইসরাইল

ইতালির আন্তর্জাতিক পর্যটন মেলায় নিষিদ্ধ ইসরাইল

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতার জেরে ইতালির পর্যটন মেলায় ইসরাইলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ইতালির সংবাদমাধ্যমের
সাইবার হামলা: ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

সাইবার হামলা: ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার
বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft