বিশ্বকে নির্বাচন নিয়ে জানাবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ৮:৩৪ পিএম

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তার সফরের সময় বিশ্ববাসীকে এটি পরিষ্কারভাবে জানাবেন।  

শফিকুল আলম আরও জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন ড. ইউনূস। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের বিগত ১৪ মাসের সংস্কারমূলক কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের নানা পদক্ষেপ তুলে ধরবেন।
প্রেস সচিব বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে-এটাই প্রধান উপদেষ্টার মূল বার্তা।

তিনি আরও বলেন, বিশ্বনেতারা ইতোমধ্যেই এ নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে দেওয়া ভাষণে নির্বাচন প্রস্তুতি ছাড়াও সরকারের বিভিন্ন কার্যক্রম, বিচারব্যবস্থার সংস্কার ও রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরবেন।

আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টেই জনগণ দেখেছে তারা কী করেছে। বিগত ১৫ বছরে গুম, খুন, মিথ্যা মামলা-সব ছিল তাদের শাসনের অংশ।

একইসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে ফলে সরকারের তাদের কোনো দূরত্ব নেই।  

জ/উ
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষাসৈনিক আহমদ রফিক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষাসৈনিক আহমদ রফিক

হাসপাতালে চিকিৎসাধীন ভাষাসৈনিক ও গবেষক আহমদ রফিকের স্বাস্থ্য পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিনি এখন ‘জীবন-মৃত্যুর
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে শেরে বাংলা নগরে

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে শেরে বাংলা নগরে

আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময়
ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আনা হলো চিকিৎসক

ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আনা হলো চিকিৎসক

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামের অগ্নিদুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল
সৌদির গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদির গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্তর্বর্তী সরকার   ড. মুহাম্মদ ইউনূস   যুক্তরাষ্ট্র   জাতীয় নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft