ভেনিজুয়েলায় হামলার উদ্দ্যেশে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৮:১৩ পিএম

ভেনিজুয়েলায় কার্যরত মাদক কার্টেলগুলোকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটি পুয়ের্তো রিকোতে উন্নতমানের ১০টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে শুক্রবার (৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার ভেতরে মাদকচক্রকে লক্ষ্য করে হামলার বিকল্প পরিকল্পনা করছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে এসব কার্টেলকে ‘নার্কো-টেরোরিস্ট’ সংগঠন হিসেবে অভিহিত করে আসছে।

এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে লাতিন আমেরিকায় সহিংস শাসন পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিনি বলেন, ‘আমরা সব সময় সংলাপের জন্য প্রস্তুত। ভেনিজুয়েলা যদি আক্রান্ত হয়, তাৎক্ষণিকভাবে সশস্ত্র সংগ্রামের মুখোমুখি হবে।’ মাদুরো দাবি করেছেন, ভেনিজুয়েলার সেনাবাহিনীতে প্রায় ৩ লাখ ৪০ হাজার সৈন্য এবং আট মিলিয়নের বেশি রিজার্ভ ও মিলিশিয়া সদস্য রয়েছে।

অন্যদিকে ট্রাম্প শুক্রবার বলেন, ভেনিজুয়েলায় সরাসরি শাসন পরিবর্তনের আলোচনা নয়, বরং সেদেশের অস্বাভাবিক নির্বাচনি প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে দক্ষিণ ক্যারিবিয়ানে বিশাল নৌবহর ও মেরিন সেনা মোতায়েন করেছে। অন্তত সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং প্রায় সাড়ে চার হাজার সেনা সেখানে অবস্থান করছে।

এ ঘটনার পর ট্রাম্প সতর্ক করে বলেন, মার্কিন যুদ্ধজাহাজে হুমকি সৃষ্টি করলে ভেনিজুয়েলার যুদ্ধবিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মার্কিন বাহিনী ক্যারিবিয়ানে ভেনিজুয়েলার অপরাধী সংগঠন ট্রেন দে আরাগুয়ার একটি স্পিডবোটে হামলা করে, যেখানে ১১ জন নিহত হয়। ভেনিজুয়েলা এটিকে বেসামরিক হত্যাকাণ্ড আখ্যা দিলেও, ওয়াশিংটন দাবি করেছে বোটটি মাদক বহন করছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   যুক্তরাষ্ট্র   ভেনিজুয়েলা   হামলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft