ডিএসই-তে লেনদেনে পতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম

গত দুই কার্যদিবস প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ বড় উত্থানের পর আজ সোমবার পতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

এদিন সকালে সূচকের ইতিবাচক শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে। যা রোববার ৭৬ পয়েন্ট ও বৃহস্পতিবার ৭৫ পয়েন্ট বেড়েছিল।

বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়মকানুন সহজ করার তাগিদ উপদেষ্টার

সোমবার (০১ সেপ্টেম্বর) ডিএসই-তে ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১১৫ কোটি ৩০ লাখ টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯টির বা ২৯.৯০ শতাংশের। আর দর কমেছে ২৪৪টির বা ৬১.৩১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫টির বা ৮.৭৯ শতাংশের।

আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

অপর দিকে সিএসই-তে সোমবার ২৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ১৪১টির এবং পরিবর্তন হয়নি ২৭টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬০৬ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট বেড়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থনীতি   শেয়ারবাজার   ঢাকা স্টক এক্সচেঞ্জ   টাকা   শেয়ার   সিএএসপিআই  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft