ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস: ১৯ বছরেও ৬ দফা চুক্তি অন্ধকারে
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:১৭ পিএম

আজ ২৬ আগস্ট। দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের ট্রাজেডি দিবসের ১৯ বছর পূর্তি। আজ থেকে ১৯ বছর আগে ২০০৬ সালের ২৬ আগস্ট আজকের এই দিনে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনকারী সংগঠন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে জাতীয় সম্পদ রক্ষা ও উন্মুক্ত খনন পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাখনির কয়লা তোলার ষড়যন্ত্র ও চক্রান্ত বন্ধের দাবিতে বহুজাতিক কোম্পানী এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে তৎকালীন বিডিআরের গুলিতে তিনজন যুবক নিহত এবং দু’শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছিলেন।   

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচিকে পূর্ণ সমর্থন দিয়ে আন্দোলনে যোগ দিয়েছিল ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ খনি এলাকার হিংসভাগ মানুষ।

কয়লাখনি এলাকা ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর ও নবাবগঞ্জ এই চার উপজেলার কয়লাখনি বিরোধী নারী ও পুরুষ দলবদ্ধ হয়ে সেদিন দুপুর ১২টার পর থেকে লাঠি হাতে বিক্ষোভ মিছিল নিয়ে এশিয়া এনাজির কার্যালয় ঘেরাও কর্মসূচি যোগ দেন। স্থানীয় ঢাকা মোড় এলাকা থেকে দুপুর ১টার দিকে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ ও খনিবিরোধী নারী ও পুরুষের অংশগ্রহণে বিশাল খনিবিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে এশিয়া এনার্জি অফিস ঘেরাও কর্মসূচি পালনের জন্য অগ্রসর হয়। এ সময় ফুলবাড়ী ছোট যমুনা নদীর পূর্ব ও পশ্চিম পার্শ্বে দায়িত্বরত তৎকালীন বিডিআর সদস্যদের গুলিতে রাজশাহী কলেজ ছাত্র তরিকুল ইসলাম, কর্মজীবী যুবক আমিন ও সালেকিনের ঘটনাস্থলেই নিহত হন। এতে গুলিবিদ্ধসহ পুলিশ ও বিডিআরের লাঠিচার্জে আহত হন অন্তত দু’শতাধিক নারী ও পুরুষ।

বিডিআরের গুলি ও লাঠিচার্জে হতাহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ফুলবাড়ীতে হরতালসহ অবরোধের ডাক দেয় তল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ফলে ২০০৬ সালের ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আন্দোলনকারিদের পুরো নিয়ন্ত্রণে ছিল ফুলবাড়ী। এ সময় ফুলবাড়ীতে অবাঞ্ছিত করা হয়েছিল তৎকালীন বিডিআর সদস্যদের।

৩০ আগস্ট সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে তৎকালীন বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সাথে আন্দোলনকারীদের ৬ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ৬ দফা সমঝোতা চুক্তিতে সরকারের পক্ষে স্বাক্ষর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু এবং আন্দোলনকারীদের পক্ষে স্বাক্ষর করেন তেল গ্যাস জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

সমঝোতা চুক্তির আংশিক সরকার বাস্তবায়ন করলেও এখনও রয়ে গেছে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার, দেশের কোথাও কোন উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি বাস্তবায়ন না করার মতো বেশ কয়েকটি দফা। যেগুলো বাস্তবায়নের দাবিতে এখনও আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে আন্দোলনকারীদের নামে এশিয়া এনার্জির দায়ের করা পৃথক দুইটি মামলা।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ী পৌরসভার মেয়র পৃথক পৃথকভাবে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে আছে সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আমিন-সালেকিন-তরিকুল (আসাত) স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মারণসভা এবং মসজিদ, মন্দির, গীর্জা ও পেগোডায় দোয়া এবং বিশেষ প্রার্থনা।

ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটি আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত বলেন, ‘এশিয়া এনার্জি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের কারণেই আন্দোলনকারীদের নামে পৃথক দুইটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আন্দোলনকারিদের নামে হামলা, মামলা দিয়ে এশিয়া এনার্জি ও তাদের দালালদের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে। এরজন্য ২০০৬ সালের ২৬ আগস্টের মতোই জনগণ গণঅভ্যুত্থান সৃষ্টি করবে।

সম্মিলিত পেশাজীবী সংগঠনের প্রধান সমন্বয়ক ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, ‘আন্দোলন থেকে দূরে রাখতেই এশিয়া এনার্জি আন্দোলনকারী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এশিয়া এনার্জির সকল ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   দিনাজপুর   ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস   ৬ দফা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft