কোম্পানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:১৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক আকলিমা আক্তার(৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চর ফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম ঘাট এলাকার আবদুল আউয়াল কচির ঘরের সামনে থেকে খবর পেয়ে এ লাশ উদ্ধার করে পুলিশ।  নিহতের গায়ে খয়েরি রঙের জামা ছিল। নিহতের পারিবারিক পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সে এলাকায় পাগলের বেশে ঘোরাঘুরি করতেন। তা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। স্থানীয়রা নাম জিজ্ঞেস করলে নিজের নাম আকলিমা বলতেন। আর কোনো পরিচয় বলতে পারতেন না। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে আলা উদ্দিন কচির পরিত্যক্ত ঘর থেকে বের হয়ে নিজের কাছে খারাপ লাগছে এবং ডাক্তার ডাকতে অনুরোধ করেন সবাইকে।এর ভিতরে তিনি মারা যান। পরে স্থানীয় পল্লী চিকিৎসক স্বপন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নোয়াখালী   কোম্পানীগঞ্জ   লাশ উদ্ধার   পুলিশ   থানা   ময়নাতদন্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft