নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:৫২ পিএম

দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক, বর্তমান উপদেষ্টা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

আজ শনিবার দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর। নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। এরপর গত সপ্তাহে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। আলমগীর মহিউদ্দিন ইউরিন, শ্বাসকষ্ট ও ব্লাড প্রেসারসহ নানাবিধ সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, দৈনিক নয়া দিগন্তের শুরু থেকে দীর্ঘ প্রায় দুই দশক সম্পাদকের দায়িত্ব পালন করেন আলমগীর মহিউদ্দিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   মৃত্যু   নয়া দিগন্ত   সম্পাদক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft