যেনতেন নির্বাচন করবেন, সেটা হতে দেব না: চরমোনাই পীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:৪৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ৫৩ বছরেও দেশে কোনো সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা হয়নি। ৫৩ বছরে দেশে নির্বাচনের মাধ্যমে খুনি তৈরি হয়েছে, ফ্যাসিস্ট তৈরি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এ জন্য বলছি, আপনারা যেনতেন একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজি-লুটপাট ও সন্ত্রাসী করবেন; এটা কখনো আমাদের হুশ থাকতে মেনে নেব না, হতে দেব না।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলছি, সংস্কার ও খুনিদের বিচারের পর নির্বাচনের ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু এখনো দৃশ্যমান কোনো মৌলিক সংস্কার দেখছি না, দৃশ্যমান কোনো বিচারও দেখি নাই। এগুলো দৃশ্যমান করতে হবে।’

রেজাউল করীম বলেন, ‘যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না সেটা কি দেশের স্বার্থে নাকি ব্যক্তি বা দলের স্বার্থে, সেটা আমরা জেনে ফেলেছি। আমরা পরিষ্কার করে বলছি, এই বিষয়টা দেশের জনগণের মতামতের কাছে পাঠিয়ে দিন, গণভোটের ব্যবস্থা করুন। ইতোমধ্যে ৭১ ভাগ মানুষ পিআর এর পক্ষে মতামত দিয়েছে। যে নির্বাচন আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, বিদেশে টাকা পাচার করবে, সেই ধরনের নির্বাচন আমরা হতে দেব না।’

চরমোনাই পীর বলেন, ‘গত বছর জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল এ দেশকে সুন্দরভাবে সাজানো। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থন্বেষী মহল ক্ষমতা রয়েছে।’

তিনি বলেন, ‘অন্যান্য দলের ছাত্র সংগঠন সন্ত্রসী, চাঁদাবাজ, খুন ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে। এর থেকে ইসলামী ছাত্র আন্দোলনকে শিক্ষা নিয়ে ভালো একটা আদর্শ হিসেবে ইসলাম কি চায়, সেটা বাংলার জমিনের ভেতর বাস্তবায়ন করে দেখাতে হবে।’

তিনি আরও বলেন, ‘৩৪ বছর হয়ে গেল, কিন্তু আল্লাহর রহমতে ইসলামী ছাত্র আন্দোলনের গায়ে কোনো বদনামের ছায়া বা কালি এখনো লাগেনি। তোমাদের মাধ্যমেই এ দেশের অসহায় মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে এবং এ দেশ দুর্নীতি মুক্ত হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   নির্বাচন   চরমোনাই পীর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft