প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:০১ পিএম

সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন এবার প্রবেশ করতে পারেন ‘বিগ বস ১৯’-এর ঘরে। টাইমস অব ইন্ডিয়া-কে সূত্র জানিয়েছে, টাইসন ও তার টিমের সঙ্গে নির্মাতাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আলোচনায় রয়েছে চুক্তি সম্পন্ন করার বিষয়টি।
বর্তমানে টাইসনের পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। চুক্তি হলে অক্টোবর মাসে তিনি প্রায় এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত শো’তে থাকতে পারেন। তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি।
সূত্র জানায়, আগের মৌসুমগুলোতে আন্তর্জাতিক সেলিব্রিটির উপস্থিতি ‘বিগ বস’-এ ব্যাপক সাড়া ফেলেছিল। তাই এবারও শোর জনপ্রিয়তা বাড়াতে একজন বিদেশি তারকাকে আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা।
এদিকে ডব্লিউডব্লিউইর ডিসকর্ড সার্ভারে গুঞ্জন চলছে, দ্য আন্ডারটেকারকেও এই মৌসুমে বিশেষ ওয়াইল্ডকার্ড এন্ট্রিতে আনা হতে পারে ‘বিগ বস ১৯’-এ। নভেম্বরের দিকে তার প্রবেশের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ আগস্ট, রোববার থেকে জিওহটস্টার ও কালার্স টিভিতে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। প্রথম তিন মাসের ডিজিটাল-ফার্স্ট সিজনটি সঞ্চালনা করবেন সালমান খান। এরপর পর্যায়ক্রমে অতিথি সঞ্চালক হিসেবে থাকবেন ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুর। এ বছর নতুন এপিসোডগুলো প্রথমে জিওহটস্টারে প্রচারিত হবে। এরপর প্রায় দেড় ঘণ্টা পর কালার্স টিভিতে প্রচার হবে এটি।