সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশই ছিল জুলাই আন্দোলন: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:১০ পিএম

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ৩৬-জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থ নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন। এতে মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যা শেষ পর্যন্ত জুলাই বিপ্লবে বিস্ফোরিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লব একটি মহাকাব্যিক ঘটনা। নিহত, আহত ও অংশগ্রহণকারী সকলে ইতিহাসের চরিত্রে পরিণত হয়েছেন। সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশই ছিল জুলাই আন্দোলন।

তিনি আরও বলেন, তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীরা অনুভূতি শূন্য হয়ে গেছেন। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ১৫ আগস্টে শোক প্রকাশ করেছেন এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

রিজভী অভিযোগ করেন, “একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার পুরস্কার হিসেবে একজনকে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একইভাবে শিল্প-সংস্কৃতির সেলিব্রেটিদের রানওয়ের পাশে ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল। বিনিময়ে তারা শোক জানিয়েছেন ১৫ আগস্টে।”

এ সময় তিনি জনগণকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   জুলাই আন্দোলন   বিএনপি   রুহুল কবির রিজভী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft