
পঞ্চগড়ের দেবীগঞ্জে গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত খুনিদের ফাঁসির দাবি এবং সরকারের কাছে সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানান।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা পৌর শহরের বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান হাইওয়ে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পন। স্বাধীনভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত না হলে জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে না। সাংবাদিকেরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের উপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে অথচ তাদের নিরাপত্তা নাই বরং বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশে বাধা প্রদান করা হচ্ছে।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও বক্তারা প্রশাসনের নিকট গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীনতা বৃদ্ধির জোর দাবি জানায়।
এছাড়াও সংবাদ প্রকাশ বা তথ্য সংগ্রহে কোন পক্ষ যাতে কোন প্রকার হস্তক্ষেপ করে বাধা প্রদান করতে না পারে প্রশাসনকে সেই ব্যবস্থা গ্রহন করা জোর দাবি জানা হয়।
সাংবাদিক সিরাতুল মোস্তাকিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায়, সহ-সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, সদস্য হাসান রায়হান এবং দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান, সহ-সভাপতি এবিএম আসাদুল আলম প্রধান লিটন ও নয়ন ইসলাম এবং বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ শাখার আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব এনামুল হক, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তোবারক হোসেন হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া এবং বীর মুক্তিযোদ্ধা একেএম ভুইয়া।
মানববন্ধন শেষে বিভিন্ন হামলা ও নির্যাতনে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা ও বিগত দিন গুলোতে বিভিন্ন ভাবে হত্যায় নিহত সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুরে প্রতিদেনর কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।