দেবীগঞ্জে ধানক্ষেত থেকে রহস্যজনকভাবে কলেজছাত্রীর লাশ উদ্ধার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:২৩ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে রত্না নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুলতানা আক্তার রত্না উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে। 

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের খবর পেয়ে  মাধবপাড়া এলাকার ধানক্ষেত থেকে নিহত রুমার লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, রুমা দেবীগঞ্জ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। গত রাত থেকে সে নিখোঁজ ছিল বলে জানা যায়। 

স্থানীয়রা জানান, লাশের কাছে একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায় যার ভিতরে ছিল একটি পরনের কাপড়  ও দুটি সেদ্ধ ডিম। তাঁর হাতে মোবাইল ফোনের একটি কাভারও পাওয়া যায় কিনতু মোবাইল ফোনের খোঁজ পাওয়া যায় নি।

নিহত কলেজছাত্রীর বড় ভাই মামুন ইসলাম বলেন, “আমি সকাল ছয়টায় বাসা থেকে কাজে যাই, সাতটার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে লাশ দেখতে পায়। তার চিৎকারে আমি ছুটে গিয়ে দেখি, আমার বোনের লাশ।”

রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, “রাত ১২টায় বাসায় ফিরে মেয়ের হাতেই ভাত খাই। রাত দেড়টা পর্যন্ত আমি জেগে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ের ঘরের দরজা খোলা এবং জানতে পারি মেয়ে ঘরে নেই। এর কিছুক্ষণ পরই খবর আসে, ধানক্ষেতে এক তরুণীর লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি, সেটা আমার মেয়ে।”

খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের একটি সূত্র জানায়, রত্নার গলায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে শরীরে আর তেমন কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, “পুলিশের পাশাপাশি সিআইডি'র ক্রাইম সিন ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমরা ঘটনাটি গভীরভাবে তদন্ত করছি। আশা করছি, দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft