দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে কর্ণফুলী ইপিজেডের আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:১১ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ৬:৪০ পিএম

ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে নিয়ন্ত্রণে এল চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের ভবনের আগুন। 

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে।

এর আগে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন, দুপুর আনুমানিক তিনটার দিকে স্থানীয় লোকজন কর্ণফুলী ইপিজেডের জায়েন্ট অ্যাক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুন জ্বলতে দেখে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft