বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
 

শিরোপা জিতিয়ে মোহামেডান ছাড়লেন দিয়াবাতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

নুতন ফুটবল মৌসুমে মোহামেডানের জার্সিতে দেখা যাবে না সোলেমান দিয়াবাতেকে। সাদাকালোদের ১৪ বছর পর ফেডারেশন কাপ ও প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করানোর প্রধান নায়ক মালির এই ফরোয়ার্ড আজ নিজেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

তবে এ মৌসুমে বাংলাদেশের অন্য কোনো ক্লাবে তাকে দেখা যাবে কিনা সেটা পরিস্কার করেননি টানা ৬ বছর মোহামেডানে খেলা এই গোলমেশিন।

মোহামেডান কেন ছাড়ছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘মোহামেডানই আমাকে না করে দিয়েছে। ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেছেন, আমাকে তাদের দরকার নেই।’

তাহলে আপনার পরবর্তী গন্তব্য কোথায়? ‘আমি নিজেও সেটা এখনো জানি না‘- জবাব দিয়াবাতের।

এ ব্যাপারে মোহামেডান ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবের মন্তব্য জানতে চেয়ে তার কাছে জাগোনিউজের পক্ষ থেকে বেশ কয়েকবার ফোন করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

মালির এই ফরোয়ার্ড ২০১৯ সালে মোহামেডানে যোগ দিয়েছিলেন। তারপর থেকে তিনি সাদাকালোদের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। মোহামেডানের জার্সিতে খেলেছেন শতাধিক ম্যাচ। গোল আছে প্রায় ১০০টি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft