প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৪:২৪ পিএম

পঞ্চগড়ের বোদায় কেন্দ্রীয় বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন।
জানা যায়, চব্বিশ সালে জুলাইয়ে গনতান্ত্রিক আন্দোলনে পঞ্চগড় জেলার শহিদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আজ রবিবার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব জেলা বিএনপি জনাব ফরহাদ হোসেন আজাদ ঈদ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন।
বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের মেনাগ্রামে আজাদের নিজ বাসভবনে ঈদ উৎসবের আয়োজন করা হয়। শহীদ এবং আহতদের পরিবারের সদস্যদের নিয়ে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেন।
এসময় পঞ্চগড় দুই সংসদীয় আসনের বিভিন্ন স্তরের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঈদ উদযাপনে যোগ দেন।