কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ১:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। দুজনই ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন।

একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ' গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। তখন বিএসএফ ছররা গুলি করলে দুজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ঈদ সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এছাড়াও আসছে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য। বিজিবি প্রতিনিয়ত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করলেও চোরাকারবারিরা থেমে নেই। বিজিবি সীমান্তে চলাচল বিষয়ে জনসচেতনতা সৃষ্টি নিয়ে কাজ করে যাচ্ছে।  

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান সীমান্তে দুজন আহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   বিএসএফ   আহত   গুলি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft