শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

সরিষাবাড়ীতে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৩:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকা থেকে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রায় ৩ ঘণ্টা অভিযান শেষে কালোবাজারির জন্য অবৈধভাবে মজুদ করা ভিজিডি কার্ডের চালগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত গুদাম মালিক মো. আলী হোসেন। তিনি পিংনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. শাহারিয়া তালুকদার রিফাত ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এসময় প্রতি বস্তায় ৫০ কেজি করে ১০৪ বস্তায় ৫ হাজার ২০০ কেজি দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি চাল জব্দ করা হয়।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদ হাসান বলেন, উদ্ধারকৃত চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত গুদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft