শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

তালতলীতে জমি বিরোধের জেরে হামলা, আহত ৪
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

বরগুনার তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত বৃদ্ধের ঘরে ঢুকে সংঘবদ্ধ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ভয়ঙ্কর হামলা চালিয়ে চারজনকে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত করেছে।

আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নের দক্ষিণ গাববাড়িয়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম খান (৭৫) নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় তার ছোট ভাই শহিদ খান (৬০), শহিদের ছেলে আরিফ খান (৩০) ও শহিদের দ্বিতীয় স্ত্রী ইউপি সদস্য নাজামা (৩৫) এর নেতৃত্বে ১৫-২০ জনের একদল সংঘবদ্ধ সন্ত্রাসী ঘরের দরজা ভেঙে ঢুকে নুরুল ইসলাম খানের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত ও নির্মম হামলা চালায়।

নুরুল ইসলামের আর্তচিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও পৈশাচিকভাবে হামলা চালায়।

ভয়াবহ এ হামলায় গুরুতর জখম হন নুরুল ইসলাম খান (৭৫) নসুখান (৪৫), গনিখান (৬৫), এবং সরোয়ার খান (৪০)। আহতদের শরীরের বিভিন্ন অংশে গভীর ধারালো কোপের জখম পাওয়া গেছে।

প্রথমে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহ জালাল বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft